ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪। মূলত ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ নামে পরিচিত। দি হোম অব ফুটবল, ব্রাজিল ২০ তম আসরের আয়োজক দেশ। ১২ জুন থেকে ১৩ জুলাই হবে ব্রাজিল বিশ্বকাপ। দ্বিতীয় বারের মত বিশ্বকাপ আসর বসছে ব্রাজিলে। প্রথম বার পাঁচ বারের এই বিশ্বকাপ জয়ী দেশ, ব্রাজিলে প্রথম আসর বসছিল ১৯৫০ সালে।
1. ব্রাজিল বিশ্বকাপের মোট ম্যাচ ৬৪ টি।
2. ১২ টি শহরে এই ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে।
3. উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে সাও-পাওলোতে।
4. প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ব্রাজিল-ক্রোয়েশিয়ার মধ্যে।
5. ৩২ টি দেশ অংশ নিবে এবারের বিশ্বকাপে।
6. ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রিও-ডি-জেনিরোর মারাকানা স্টেডিয়ামে।
7. ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার, যেটা ২০১০ দঃ আফ্রিকা বিশ্বকাপ ছিল ৪ বিলিয়ন এবং ২০০৬ জার্মানিতে ছিল ৬ বিলিয়ন।
8. ব্রাজিল বিশ্বকাপে ব্রাজিলের জার্সি তৈরি করবে বাংলাদেশি ১টি প্রতিষ্ঠান।
9. অফিসিয়াল লোগোর নাম ইন্সপাইরেশন।
10. অফিসিয়াল সং We are one (Ole ola) by Pitbull & Jennifer Lopez.
11. মাসকট-ফুলেকো (Fuleko); Football (ফুটবল) এর Ful এবং Ecologia (Ecology) থেকে Eco; তাছাড়া এটা ব্রাজিলের বিপন্ন প্রায় একটা প্রাণীর নাম।
12. মাচবল-এডিডাস ব্রাজুকা। ( তৈরি করবে পাকিস্থান এডিডাস)
13. ব্রাজিলের ২২ জনের স্কোয়াটে কেউ আগে কোন বিশ্বকাপ খেলেননি।
14. বিশ্বকাপ চাম্পিয়ান দলকে দেওয়া হবে ৩৫ মিলিয়ন ডলারের প্রাইজমানী এবং রানার্স-আপ ২৫ মিলিয়ন ডলার।
15. রোনালদিনহো, রবিনহো, কাকা, তেভেজের মতো বিশ্বসেরা ফুটবলারের কেউ থাকছে না এবারের বিশ্বকাপে।
16. প্রথম ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে ৭ টি দেশ নিয়ে।
17. ১৯৭০ সাল থেকে Adidas ফিফা ওয়ার্ল্ড কাপের বল সাপ্লায়ার।
18. ১৯৭৮ সালে আর্জেন্টিনায় বিশ্বকাপ আসর বসে প্রথম বারের মতো।