জার্মানীতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে সবাই ধরেই নিয়েছিল শক্তিশালী জার্মানীরা তুলে নিবে বিশ্বকাপ। কিন্তু তারা সেমিফাইনালেই বিদায় নেয়। ফ্রান্স ও ইতালীর ফাইনালটি ছিল নাটকীয়তায় ভরপুর। বিশ্বের সেরা খেলোয়াড় ও ২০০৬ সালের বিশ্বকাপের গোল্ডেন বল উপাধি প্রাপ্ত ফ্রান্সের জিনেদিন জিদান খেলার বাইরে হেড বাট দেয়ার জন্য রেডকার্ড পেয়ে বেরিয়ে যান।
১০ জন নিয়ে খেলে ফ্রান্স পেনাল্টি স্যুটে ইতালীর কাছে হারে ৫-৩ গোলে (১-১) বার্লিনের এই ফাইনালে। ইটালীর এটা চতুর্থবারের মত বিশ্বকাপ জেতা। জার্মানীর মিরোস্লাভ ক্লোস ৫টি গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতার সম্মান পান।